ব্রেকিং
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৮, ৫ মে ২০২৫
মাদারীপুর বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে। ছবি: ঢাকা এক্সপ্রেস
দুই দফা দাবির মধ্যে আছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতে হবে, অধিনস্ত আদালত ও ট্রাইব্যুনাল-এর সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ট গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।
কর্মবিরতিতে মাদারীপুরের বিচার বিভাগীয় সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, “আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার। আমাদেরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। আমাদেরকে বদলী করে মহামান্য হাইকোর্ট বিভাগ। আমাদেরকে বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের মূল অভিভাবক নেই। তাই কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি, আমাদের দুই দফা দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করতে হবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী আন্দোলন করতে বাধ্য হবো।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সহ- সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত উল্লাহসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
ঢাকা এক্সপ্রেস/এনএ