শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৪, ৫ মে ২০২৫ | আপডেট: ১৯:৩৩, ৫ মে ২০২৫
বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে গিয়ে সড়কে এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব।
এসব বিষয় মাথায় রেখে সোমবার (৫ মে) নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশ দেন তিনি।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছালে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন।