ঢাকা, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

২২ বৈশাখ ১৪৩২, ০৭ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
বগুড়া হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিয়েছেন এনসিপি নেতা-কর্মীরা
Scroll
খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন, সকালে ঢাকা অবতরন করবে তাকে বহনকারী বিমান
Scroll
ভারতের সঙ্গে উত্তেজনা, সার্বিক বিষয় বাংলাদেশকে জানাল পাকিস্তান
Scroll
বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন
Scroll
আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার
Scroll
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪
Scroll
শাপলা চত্বর ট্র্যাজেডির এক যুগ, হেফাজতের বিরুদ্ধে করা ২৫ মামলার সত্যতা মেলেনি
Scroll
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই মারা গেছেন

ইউটিউব দেখে শিখে চুরি করতে গিয়ে যা হলো 

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশ: ২১:৪৯, ৫ মে ২০২৫

ইউটিউব দেখে শিখে চুরি করতে গিয়ে যা হলো 

ইউটিউব দেখে চুরি শেখা দুই মোটর সাইকেল চোর। ছবি: ঢাকা এক্সপ্রেস  

ইউটিউব দেখে শিখেছিলো মোটর সাইকেল চুরি। এরপর প্রথম মোটর সাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে দুই যুবক। প্রথমবার চুরি করতে এসে ধরা পড়ায় ক্ষমা চাচ্ছিলো দুই চোর। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পিছনে এভাবেই স্থানীয়দের কাছে মোটর সাইকেল চুরি করার কথা স্বীকার করেছে দুই যুবক। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের হাতে ধরা পড়া মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য হলো, ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও মিজান রাজমিস্ত্রীর কাজে যুক্ত। 

এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল চুরির জন্য তৈরি বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পিছনে একটি লাল রঙের এ্যাপাসি মোটর সাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলে। কিন্তু মোটর সাইকেলটির হাইড্রলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের ধরে ফেলে। এরপর দুই চোরকে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে থানায় খবর দিলে তারা পুলিশ এসে থানায় নিয়ে যায়। 

চোর চক্রের সদস্য মিজান বলেন, “এই প্রথম মোটর সাইকেল চুরি করতে এসেছি। এর আগে কখনো চুরি করি নাই। ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করার কৌশল শিখেছি।” 
মোটর সাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম জানান, তিনি মোটর সাইকেল রেখে পাশে কাজ করছিলেন। এসে দেখেন মোটর সাইকেলের ঘাড়ের তালা ভাঙা। এরপর দেখেন স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন