শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৯, ৫ মে ২০২৫
সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ আটককৃতরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
এ ঘটনায় আটককৃতরা হলেন, কলাবাড়িয়া চরকান্দিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখকে (৪০)।
এ অভিযানে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি বল্লম, দুইটি ধারালো দা, তিনটি চায়নিজ কুড়াল, পাঁচটি টেটা, সাতটি চাপাতি ও দশটি রামদা উদ্ধার করা হয়।
কালিয়া সেনা ক্যাম্প জানায়, গোয়েন্দা সূত্রে বেশ কিছুদিন ধরেই খবর আসছিলো যে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া এলাকায় কয়েকটি স্থানীয় গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছে। অস্ত্রের মহড়া, হুমকি ও সংঘর্ষের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার গভীর রাতে শুরু হওয়া এ অভিযান সোমবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়। আটককৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া, ওই এলাকার সন্দেহভাজন মাহবুবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালিত হবে, যা সমাজে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানায় সেনাবাহিনী।
নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ