ঢাকা, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

২২ বৈশাখ ১৪৩২, ০৭ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
বগুড়া হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিয়েছেন এনসিপি নেতা-কর্মীরা
Scroll
খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন, সকালে ঢাকা অবতরন করবে তাকে বহনকারী বিমান
Scroll
ভারতের সঙ্গে উত্তেজনা, সার্বিক বিষয় বাংলাদেশকে জানাল পাকিস্তান
Scroll
বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন
Scroll
আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার
Scroll
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪
Scroll
শাপলা চত্বর ট্র্যাজেডির এক যুগ, হেফাজতের বিরুদ্ধে করা ২৫ মামলার সত্যতা মেলেনি
Scroll
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই মারা গেছেন

একযুগ পর মনের মানুষ খুঁজে পেলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:৩২, ৫ মে ২০২৫

একযুগ পর মনের মানুষ খুঁজে পেলেন টম ক্রুজ

কেটি হোমসের সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই ২০১২ সালে। এর পর থেকেই টম ক্রুজ সিঙ্গেল। গত এক যুগে কারও সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেতা। তবে এত এত প্রেমের গুঞ্জন রটেছে; কোনটা ঠিক আর কোনটা ভুল, কে জানে! নতুন প্রেমের গুঞ্জন রটেছে। অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে নাকি প্রেমে মজেছেন ‘মিশন ইম্পসিবল’ নায়ক। 

গত শুক্রবার রাতের ঘটনার পর সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লাগল। এদিন সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন টম আর আনা। ব্যস, পাপারাজ্জিদের ছবি আর ঘনিষ্ঠ সূত্রের বরাতে দুই তারকার প্রেম আবার শিরোনামে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেম নিয়ে প্রথম খবর প্রকাশ করে পিপলডটকম। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যমটি দাবি করে, সম্পর্কের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাঁরা, একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে বোঝার চেষ্টা করছেন।

গত ১৪ মার্চ লন্ডনে একই হেলিকপ্টার থেকে অবতরণ করতে দেখা যায় দুই তারকাকে। তখন বলা হয়েছিল, দুজন নতুন কোনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত কিন্তু পরে আর সেই সিনেমার খবর পাওয়া যায়নি।

গত শুক্রবার রাতে বেকহ্যামের পার্টিতে টম গাড়ি থেকে নামার সময় আলোকচিত্রীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে দেখা যায়, পাশের সিটে থাকা আনাকে আড়াল করার চেষ্টা করছেন তিনি। সে চেষ্টায় যে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলাই বাহুল্য।

বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম রাডার অনলাইন জানিয়েছে, গত কয়েক মাস যুক্তরাষ্ট্র বা ইউরোপের যেখানে টম গিয়েছেন, বেশির ভাগ সময় আনা সঙ্গেই ছিলেন।

টম ক্রুজ তাঁর স্টান্টের জন্য বিখ্যাত। ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে তিনি এমন সব স্টান্ট করেন যে চমকে যেতে হয়। এ প্রজন্মের অভিনেত্রী আনা ডে আরমাসও নিজের স্টান্ট নিজেই করেন। সেটা জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ হোক বা আগামী ৬ জুন মুক্তির অপেক্ষায় তাকা ‘ব্যালেরিনা’ই হোক।

২০২৩ সালে ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে স্টান্ট নিয়ে কথা বলতে গিয়ে টম ক্রুজের ভূয়সী প্রশংসা করেছিলেন আনা। ‘আমি টম ক্রুজের পর্যায়ে পৌঁছাতে পারিনি; তিনি দুর্দান্ত।’

টম ক্রুজের আগে আরেক হলিউড তারকা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে ছিলেন আনা। তবে সে প্রেম টিকেছিল নয়মাস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন