শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৮, ৫ মে ২০২৫ | আপডেট: ১৫:৪৯, ৫ মে ২০২৫
২ দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তারসহ সংশ্লিষ্টরা।
এ সময় বক্তারা দুই দফা দাবি তুলে ধরে বলেন, “আমাদের দুইটি ন্যায্য দাবি। প্রথমত, আমাদের বিচার বিভাগীয় কর্মচারিদের সহায়ক কর্মচারি হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ষষ্ঠ স্কেলের পরবর্তী ৭ম থেকে ১২তম বেতন স্কেলে উন্নিতকরন ও দ্বিতীয়ত, ব্লক পদগুলো বিলুপ্ত করে যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নতুন পদ সৃজন করা।”
বক্তারা আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একই পদে চাকুরি করে আসছি। তবে এখনও কোনো পদোন্নতি হয়নি। তাই বর্তমান অর্ন্তবতী সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিলে আমরা আমাদের যথাযোগ্য মর্যাদা পাবো।
ঢাকা এক্সপ্রেস/এনএ