শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৮, ৭ মে ২০২৫
দিনাজপুর বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে দুদক। ছবি: ঢাকা এক্সপ্রেস
অভিযানে নেতৃত্ব দেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। কারাদন্ডপ্রাপ্ত ২ জন হলেন, ফাতেমা কম্পিউটারের স্বত্বাধিকারী আবেদিন হাসান ও ফারুক কম্পিউটারের স্বত্বাধিকারী মুন্না ইসলাম।
তাদের দুইজনকে ৪ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
তিনি বলেন, “দিনাজপুর বিআরটিএ অফিসের আশেপাশে গড়ে উঠা কয়েকটি কম্পিউটারের দোকান দীর্ঘদিন ধরে বিআরটিএ’র বিভিন্ন যানবাহনের লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও ফিটনেস প্রদানে দালালি করে আসছে। দীর্ঘদিন ধরে দোকানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিলো। বুধবার ৬ সদস্য বিশিষ্ট একটি টিম সিভিল পোশাকে বিআরটিএ ও কম্পিউটার দোকানগুলোতে পর্যবেক্ষণ করি। পরে কম্পিউটারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করি।”
তিনি আরও বলেন, আমরা কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি। তারা কম্পিউটার দোকানগুলোতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেন। কম্পিউটার দোকানদারগুলো দালাল চক্রের মুল হোতা হিসেবে কাজ করছে। অভিযানকালে কম্পিউটার দোকানগুলোতে বিআরটিএ’র সীলমোহর যুক্ত বেশ কিছু কাগজপত্র পাওয়া যায়। কাগজগুলো বিআরটিএ অফিসে থাকার কথা। পরে বিআরটিএ’র কাছে কয়েক মাসের কাগজ চেয়েছি। কাগজপত্র যাচাই করে দুদক কমিশনে পাঠানো হবে। এই চত্বরকে দালাল মুক্ত ঘোষণা করা হলো।”
ঢাকা এক্সপ্রেস/এনএ