ঢাকা, রোববার, ১১ মে ২০২৫

২৮ বৈশাখ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
বাংলাদেশের কাছে শুল্ক কমানোর লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
Scroll
এপ্রিলে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন
Scroll
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
Scroll
আওয়ামী লীগসংশ্লিষ্ট সব পেজ বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
Scroll
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
Scroll
আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের দিন
Scroll
চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
Scroll
লঞ্চে দুই তরুণীকে পেটানো তরুণসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
Scroll
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ২০:৩৬, ৭ মে ২০২৫

দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

সন্তানের সঙ্গে নিহত সফিউল্লাহ (৪৫)। ছবি: ঢাকা এক্সপ্রেস 

কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে সফিউল্লাহ (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু রাসেল (৩০)। মঙ্গলবার (৬ মে) বেলা ২ টায় উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের ঘাতক রাসেলের অটোরিক্সা গ্যারেজে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বুধবার (৭ মে ) সকালে নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে রাসেল ও তার পিতা কেরামত আলীকে আসামী করে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

নিহত সফিউল্লাহ (৪৫) উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামের কেরুর বাড়ির মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের পুত্র। অপরদিকে হত্যাকারী ঘাতক রাসেল (৩০) ত্রিবিদ্যা গ্রামের আন্দিরপাড়ারের কেরামত আলীর পুত্র। রাসেল স্থানীয় একটি অটোরিক্সার গ্যারেজের মেকানিক। 

বুধবার সরেজমিনে জানা যায়, রাসেল অটোরিক্সা, ভ্যান মেকানিক্স, অপরদিকে, নিহত সফিউল্লাহ ভ্যান চালক। ভ্যানের কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। উভয় উভয়ের বাড়িতে আসা-যাওয়া খাওয়া-দাওয়া, বেড়ানি ও আর্থিক লেনদেন করে আসছেন। 

৪ মাস পূর্বে সফিউল্লাহ রাসেল থেকে পাওনা প্রায় ৪০/৪৫ হাজার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ ঘটনায় হাতাহাতি ও মারামারিও হয়। স্থানীয়রা বিষয়টি মিমাংসাসহ লেনদেন মিটাতে সালিশ ডাকেন। সালিশে লেনদেনের বিষয়টি মিটমাট করে উভয়কে মিলিয়ে দেন। দুই বন্ধু পূর্বের ন্যায় সম্পর্ক নিয়েই চলছিলেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার (৬ মে) অনুমানিক দুপুর ২টায় (তখন অঝরে বৃষ্টি হচ্ছিল) রাসেলের দোকানে পূর্বের কিছু টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে গ্যারেজের একটি রড দিয়ে সফিউল্লাহর মাথায় ও মুখমন্ডলে কয়েকটি এলোপাথারি আঘাত করলে সফিউল্লাহ মেঝেতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 
এই ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। নিহতের বিবাহযোগ্য ৩ কন্যা ও নাবালক ৩ পুত্র নিয়ে বিপাকে স্বামীহারা তাছলিমা বেগম শোকে বারবার মুর্চ্ছা যাচ্ছেন। 

সফিউল্লাহর মৃত্যু নিশ্চিত হলে লাশ দোকানে রেখে রাসেল গ্যারেজের সাটার বন্ধ করে অদূরে গিয়ে নিহত সফিউল্লাহর প্রতিবেশী সবুজ নামে এক ব্যাক্তিকে ফোনে জানান, উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সফিউল্লাহকে রড দিয়ে আঘাত করলে সে মারা যায়। 

পরে সবুজ এ খবর পেয়ে স্থানীয়দের নিয়ে দোকানে সফিউল্লাহর লাশ দেখতে পান। এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাত সাড়ে ১০টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ঘাতক রাসেল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে হত্যার অভিযোগে রাসেল ও তার পিতা কেরামত আলীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।” 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন