ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫

১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

সাম্য হত্যা

ঢাবিতে শোক ও অর্ধবেলা ক্লাস-পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৮:২৮, ১৪ মে ২০২৫

ঢাবিতে শোক ও অর্ধবেলা ক্লাস-পরীক্ষা স্থগিত

নিহত ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বৃহস্পতিবার (১৫ মে) অর্ধদিবস ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ঘটনায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, চিফ ইঞ্জিনিয়ার, এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশ নেন।

বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, সাম্য হত্যাকাণ্ড আমাদের জন্য গভীর শোকের। তাই আগামীকাল (বৃহস্পতিবার) দিনব্যাপী শোক পালন করা হবে। একইসঙ্গে অর্ধদিবস ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন