শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭, ২২ এপ্রিল ২০২৫
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন অধ্যাপক ইউনূস। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণ করে।
বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনায় বরণ করে নেয় কাতার সরকার। প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন অধ্যাপক ইউনূস। সফরকালে ‘আর্থনা সামিট’-এ যোগদানের পাশাপাশি আমিরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে দ্বিতীয়বারের মতো বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ২২ ও ২৩ এপ্রিল আয়োজিত এ সম্মেলনে কাতারের ঐতিহ্যবাহী সংস্কৃতি, প্রাকৃতিক বৈচিত্র্য ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের নতুন পথ উন্মোচনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রথাগত জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ নিয়ে মতবিনিময় করবেন।
ঢাকা এক্সপ্রেস/ বিডি