ঢাকা, সোমবার, ০৫ মে ২০২৫

২২ বৈশাখ ১৪৩২, ০৭ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য খাত সংস্কার কমিশন
Scroll
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার
Scroll
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪
Scroll
শাপলা চত্বর ট্র্যাজেডির এক যুগ, হেফাজতের বিরুদ্ধে করা ২৫ মামলার সত্যতা মেলেনি
Scroll
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই মারা গেছেন
Scroll
রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো
Scroll
ফরিদপুরে গ্রামবাসীর দুপক্ষে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫
Scroll
সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী
Scroll
ইসরায়েলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আজ
Scroll
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়বেন না যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৪৬, ৫ মে ২০২৫ | আপডেট: ১০:৫২, ৫ মে ২০২৫

ইসরায়েলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন শতাধিক। রবিবার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে বলে রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত আরো ১২৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ১৮ হাজার ৪৯১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  এদিন তারা এক হাজার ২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। 

হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। 

এদিকে গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২ হাজার ৪৯৫ জনে এবং এক লাখ ১৮ হাজার ৩৩৬ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে আবারো গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এ  ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জানা গেছে, গাজায় সামরিক অভিযান তীব্র করার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরো ৬০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে নেতানিয়াহুর সরকার।  

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন