শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:০৭, ৫ মে ২০২৫ | আপডেট: ১৬:১৬, ৫ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
রোববার (৪ মে) সন্ধ্যায় নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। সেই পোস্টারটিতেই মোশাররফ করিমকে নতুন এ রূপে আবিষ্কার করা হয়েছে।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটিরই আভাস দিল।
সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন শরিফুল রাজ। নায়িকা হয়েছেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ অংশের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।