ঢাকা, সোমবার, ০৫ মে ২০২৫

২২ বৈশাখ ১৪৩২, ০৭ জ্বিলকদ ১৪৪৬

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৮, ৫ মে ২০২৫ | আপডেট: ১৬:০৯, ৫ মে ২০২৫

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি । ছবি: ঢাকা এক্সপ্রেস

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, কর্মচারীদের বিচার বিভাগে অন্তর্ভুক্ত করে জুডিসিয়াল সার্ভিসের আওতায় বেতন ভাতা প্রদান, জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগবিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাঙামাটি শাখা।

সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রাঙামাটি আদালত চত্বরে এই কর্মবিরতি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাঙামাটি শাখার সভাপতি মো. জয়নাল আবেদিন, সদস্য মো. শফিকুল ইসলাম ও মো. শফিউল ইসলাম। 

এসময় বক্তারা বলেন, আমরা কাজ করছি বিচার বিভাগের সাথে, আমাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হবার কথা আইন মন্ত্রণালয়। অথচ আমাদের নিয়ন্ত্রণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে আমরা অনেকটা অভিভাবকহীন অবস্থায় আছি। দ্বৈত অভিভাবকের কারণে আমাদের বিষয়ে কেউ ভাবে না। তাছাড়া আমরা জুডিসিয়াল ভাতা থেকেও বঞ্চিত হচ্ছি।  

বক্তারা আরো বলেন, আমাদের পদোন্নতির কোন সুযোগ নেই। বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি ও যোগ্যতা এবং জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রনয়ন করতে হবে।   

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন