শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৮, ৭ মে ২০২৫
বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিক। ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনটি পরিবারের আনুমানিক ২৭ ভারতীয় নাগরিক। তাদের অধিকাংশই নারী ও শিশু। সীমান্ত অতিক্রম করার পর তারা আবু তাহেরের বাড়িতে গিয়ে ওঠেন।
আবু তাহের অনুপ্রবেশকারীদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, তাদের ভারতের গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফ সদস্যরা। পরে সেখান থেকে গতকাল মঙ্গলবার গভীর রাতে কাঁটাতারের বেড়া পার করে ছেড়ে দিয়ে যায় বিএসএফ। ভোরে আজানের শব্দ শুনে ভারতীয় নাগরিকরা আমার বাড়িতে আশ্রয় নেন। সকালে তারা সাবেক ইউপি সদস্যের বাড়িতে যান।
আবু তাহের আরো বলেছেন, বর্তমানে ভারতীয় নাগরিকরা গুমতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে আছেন।
এর আগে, মঙ্গলবার রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে আরো ১৫ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বিজিবির জিম্মায় আছেন। এছাড়া পানছড়িতেও ২৪ জন অনুপ্রবেশ করেছেন।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেছেন, মাটিরাঙ্গা, পানছড়ি ও তাইন্দং সীমান্ত দিয়ে ৬৬ জন অনুপ্রবেশ করেছেন। তারা বিজিবি’র দায়িত্বে আছেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদের দেখভাল করবে প্রশাসন।