ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ০১ জ্বিলহজ্জ ১৪৪৬

এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি 

যশোর প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৪৪, ২৭ মে ২০২৫

এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি 

ছবি: সংগৃহীত 

যশোরের ঝিকরগাছা উপজেলায় মোবারকপুর গ্রামে একই রাতে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুল এবং পাশ্ববর্তী শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ ভবনে এই চুরির ঘটনা ঘটে। 

ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুলের নিচতলার চারটি রুমের পেছনের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা ভিতরে প্রবেশ করে। তারা অফিস কক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক এবং স্টাফ রুমের আলমারির তালা ভেঙে নগদ আনুমানিক ২০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের দপ্তরি শরীফ হোসেন অফিস খুলে কক্ষে তছনছ অবস্থায় কাগজপত্র ছড়ানো দেখে প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আজাদকে জানান। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে স্কুলে উপস্থিত হয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে থানায় বিষয়টি অবহিত করেন। 

অন্যদিকে, একই রাতে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের নিচতলার অফিস কক্ষেও চুরির ঘটনা ঘটে। রাত সাড়ে ৩ টার দিকে চোরেরা জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রধান অফিস সহকারীর টেবিলের ড্রয়ার এবং পাঁচটি আলমারির তালা ভেঙে টাকা চুরি করে। কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রায় ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে প্রধান সহকারী শহিদুল ইসলামের ফোন পেয়ে তিনি ঘটনাটি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে কলেজে গিয়ে বিষয়টি থানায় জানান। দু’টি প্রতিষ্ঠানে আনুমানিক মোট ৫৭ হাজার টাকার সম্পদ চুরি ও ক্ষতির শিকার হয়েছে। 

ঝিকরগাছা থানার এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ প্রসঙ্গে যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান বলেন, ‘এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হচ্ছে।’ 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন