শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:০৮, ১৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, ‘পাঠান’-এর সিক্যুয়েল তৈরি করা হবে। এবার পাঠান টু’-এর শুটিং লোকেশন হতে চলেছে চিলিতে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা অংশুমান ঝা।
অংশুমান জানিয়েছেন, চিলির রাষ্ট্রপতি এবং সেখানকার কালচারাল মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন। তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আলোচনা হয়েছে চিলি ও ভারতের সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে।
তিনি আরো বলেছেন, ‘আগামী বছর চিলিতে শুটিং শুরু হবে ‘পাঠান টু’ও ‘লকরভাগ্গা থ্রি’-এর। আশা করছি, চিলির রাষ্ট্রপতি আমাদের ছবির মাধ্যমে তার দেশের সৌন্দর্যের প্রদর্শন করবেন।’
ঢাকা এক্সপ্রেস/ এসইউ