শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:২৫, ১৩ মে ২০২৫
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত
বেশ কিছু শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তটিনী। গত রবিবার লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে আহত হন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে ফেরেন তিনি।
তবে চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেয়ায় শুটিং অসমাপ্ত রেখে সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকা ফেরেন তটিনী।
এ বিষয়ে অভিনেত্রী গণমাধ্যমকে জানান, নাটকে তার অংশের দৃশ্যধারণ অসমাপ্তই রয়ে যায়। তিনি বলেছেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে।’
এদিকে তটিনীর অংশের শুটিং কবে করা হবে এ প্রসঙ্গে ওই নাটকের পরিচালক হাসিব হোসাইন রাখি কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ