ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ০১ জ্বিলহজ্জ ১৪৪৬

দেশে ৯ মাসে এক বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৮:২৫, ২৭ মে ২০২৫

দেশে ৯ মাসে এক বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা

ছবি: সংগৃহীত

দেশে গত ৯ মাসে প্রায় এক বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় যা ১২ হাজার কোটি টাকারও বেশি) বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিডা।

বিডা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বছর অক্টোবর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত দেশে প্রায় ৯ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। এছাড়া বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে তার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প আছে ৬৬টি, আর যৌথ বিনিয়োগ আছে ৬১টি।

এতে আরো জানানো হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি প্রতিষ্ঠানের সাথে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প রয়েছে ৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৩টি।

সম্প্রতি একটি শিল্প সংগঠন ‘গত আট মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি’ বলে যে মন্তব্য করেছে তার জবাবে বিডা এসব তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন