ঢাকা, শুক্রবার, ০২ মে ২০২৫

১৯ বৈশাখ ১৪৩২, ০৪ জ্বিলকদ ১৪৪৬

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৫, ২ মে ২০২৫ | আপডেট: ০৯:১২, ২ মে ২০২৫

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি

ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে আগামী রোববার (৪ মে) অথবা সোমবার (৫ মে) দেশে ফিরতে পারেন। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের চেষ্টা চলছে। তবে এখনো এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত হয়নি। তাই বিকল্প হিসেবে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ফিরতে পারেন।

বৃহস্পতিবার (১ মে) রাতে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলে ম্যাডাম রোববারই ফিরবেন। নাহলে সোমবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি দেশে আসবেন।’

এ ক্ষেত্রে সোমবার সকাল ১১টায় একটি ফ্লাইটে তার ফেরার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন।

খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সহায়তায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। সেখানে 'দ্য লন্ডন ক্লিনিক'-এ ১৭ দিন চিকিৎসা শেষে তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলের বাসায় অবস্থান করছিলেন।

দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থরাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
 

ঢাকা এক্সপ্রেস/বিডি

আরও পড়ুন