শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৪৮, ২৭ মে ২০২৫ | আপডেট: ১২:৫০, ২৭ মে ২০২৫
ছবি: সংগৃহীত
ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ মে) সন্ধ্যায়, লিভারপুল শহরের কেন্দ্রস্থলে। ঘটনার পরপরই জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (২৭ মে) জানায়, গাড়িটির চালক হিসেবে সন্দেহভাজন ৫২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় প্রকাশ করা না হলেও জানা গেছে, তিনি লিভারপুল এলাকার বাসিন্দা এবং শ্বেতাঙ্গ। পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং এটি একটি বিচ্ছিন্ন ও উদ্দেশ্যহীন ঘটনা।
মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এটিকে ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচনা করছি। তবে আমাদের বিশ্বাস, এটি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয় এবং আমরা এই মুহূর্তে এর সঙ্গে জড়িত অন্য কাউকে খুঁজছি না। তিনি আরো বলেন, ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং স্থানীয় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদযাপন চলাকালে একটি গাড়িকে জনতার ওপর উঠে যেতে দেখা যায়। ভিড়ের মধ্যে হঠাৎ ওই গাড়িটি ঢুকে পড়ে এবং সামনে থাকা মানুষদের উপর চাপিয়ে দেয়। কেউ কেউ বলছেন, চালক স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছিলেন না এবং আচরণ ছিল অস্বাভাবিক।
ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনী দ্রুত ভিড় সরিয়ে আহতদের উদ্ধার করে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ঘটনাকে ‘ভয়াবহ দৃশ্য’ বলে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ায় জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানান।
লিভারপুল মেট্রোর মেয়র স্টিভ রোথেরাম বলেন, এই দুর্ঘটনা শহরের একটি আনন্দঘন মুহূর্তকে শোকাবহ করে তুলেছে। আমরা এই কঠিন সময়ে একসঙ্গে আছি।
লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন বলেন, এই ঘটনা আমাদের শহরের জন্য একটি আনন্দের দিনে অন্ধকার ছায়া ফেলেছে।
এদিকে লিভারপুলের প্রতিদ্বন্দ্বী ক্লাব এভারটন এক বিবৃতিতে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ