শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৪, ৫ মে ২০২৫ | আপডেট: ১৩:৫২, ৫ মে ২০২৫
ছবি: সংগৃহীত
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার চারমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।”
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
ঢাকা এক্সপ্রেস/এনএ