ঢাকা, রোববার, ১১ মে ২০২৫

২৮ বৈশাখ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
বাংলাদেশের কাছে শুল্ক কমানোর লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
Scroll
এপ্রিলে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন
Scroll
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
Scroll
আওয়ামী লীগসংশ্লিষ্ট সব পেজ বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
Scroll
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
Scroll
আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের দিন
Scroll
চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
Scroll
লঞ্চে দুই তরুণীকে পেটানো তরুণসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
Scroll
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ১জন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩০, ৭ মে ২০২৫

বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ১জন গ্রেপ্তার 

র্যাবের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামি মাহবুব (৩৭)। ছবি: ঢাকা এক্সপ্রেস 

নারায়ণগঞ্জের বন্দরে মো. রনি মোল্লাকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি মাহবুব (৩৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (০৬ মে) রাত ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলিগঞ্জ এলাকা থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী মাহবুব নারায়ণগঞ্জের বন্দরের সেনপাড়া এলাকার হবি মিয়ার ছেলে। এর আগে গত ২৮ এপ্রিল একই মামলার আরেক আসামী সুমনকে (৪০) মুন্সিগঞ্জের নয়াগাঁও থেকে গ্রেপ্তার করে র্যাব। 

র্যাব-১১ জানায়, গত ৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড় ও একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

পরে নিহত রনির স্ত্রী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্ল্যার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে এবং মারধরের একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের জন্যে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল পলাতক আসামি মাহবুবকে গ্রেপ্তার করে। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন