ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ 

এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান 

যশোর প্রতিনিধি 

প্রকাশ: ১৬:৩৭, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৬:৫৮, ১৩ মে ২০২৫

এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান 

আহত এনামের বাড়িতে বিএনপি নেতাকর্মীরা। ছবি: ঢাকা এক্সপ্রেস 

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩ মে) দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতৃবৃন্দ আহত এনামের সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাড়িতে যান। এ সময় তারা এনামের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌছে দেন। 

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। 

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এনাম সরকার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোর আসার পর তার অসুস্থতার কথা আমরা জানতে পারি। এরপর তার সকল চিকিৎসা ব্যয় বিএনপি বহন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত এনামের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এনামসহ সরকার বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হবে। এ ছাড়া, তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।’ 

আহত এনাম জানান, গত ৪ আগস্ট উত্তরায় পুলিশের গুলি তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা সম্ভব হচ্ছিলো না বলে যশোরে ফিরে এসেছেন। তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনো কর্মক্ষম হতে পারবেন না। এমতোবস্থায় তারেক রহমান ও তার দল বিএনপি তার পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন। 

এদিকে, দুই কেন্দ্রীয় নেতার সাথে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন