শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮:০২, ১৩ মে ২০২৫
নামাজে জানাযা শেষে মুক্তিযোদ্ধা মো: জমশেদ মিয়াকে সালাম প্রদর্শন করা হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর তাঁর নিজ বাড়ি কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের উত্তর পাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নামাজে তার নিকট আত্মীয়-স্বজন ও গ্রামবাসীসহ আশপাশের এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
এর আগে, রাষ্ট্রের পক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নামাজে জানাযা শেষে শ্রদ্ধা নিবেদনের পর ঈদগাহ মাঠ সংলগ্ন শিমরাইল উত্তর পাড়া কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
মুক্তিযোদ্ধা মো: জমশেদ মিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন মেহারি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: আলী আরশাদ।
ঢাকা এক্সপ্রেস/এনএ