শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৮, ১৩ মে ২০২৫
খেলাফত শ্রমিক আন্দোলন নেত্রকোণা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন (৩৫)। ছবি: ঢাকা এক্সপ্রেস
এদিকে, তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ২০২৩ সালের ২২ মে শহরের ছোট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তা বন্ধ করে বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সেই ঘটনায় গত সোমবার (১২ মে) সকালে নেত্রকোণা মডেল থানায় মামলা করা হয়। সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে তাঁতিদল নেতা মো: সুমন মিয়া (৩৯) বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শামছুর রহমানকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং নানা শ্রেণি-পেশার ২৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন এই মামলার ৯৩ নম্বর আসামী।
এদিকে, আনোয়ার হোসেনের গ্রেপ্তারের পরপরই তার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করে খেলাফত শ্রমিক আন্দোলন ও হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে তারা মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, ‘আনোয়ার হোসেন খেলাফত শ্রমিক আন্দোলন নেত্রকোণা জেলার আহ্বায়ক। এ ছাড়াও, তিনি জেলা হোটেল শ্রমিক ইউনিয়নেরও সভাপতি। তাকে আওয়ামীলীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামিলাটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি তার দ্রুত মুক্তি দাবি করছি।’
ঢাকা এক্সপ্রেস/এনএ