শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৯, ১৩ মে ২০২৫
নোয়াখালী জেলার চাটখিলে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: ঢাকা এক্সপ্রেস
এসময় স্থানীয়রা জানান, তাহেরা বেগম চাটখিলের খিলপাড়া গ্রামের আব্দুর রব মুন্সী বাড়ীর মৃত আব্দুল মতিনের স্ত্রী এবং ২ ছেলে ১ মেয়ের জননী। তিনি পরিবারের লোকজনের সাথে রমজান ও কোরবানের ঈদ করার জন্য ২৭ জানুয়ারি দেশে আসছে। ১৭ জুলাইয়ে ফিরতি টিকেট নিয়ে আসেন তিনি।
তারা আরো জানান, কোরবান ঈদের পর তার আর পর্তুগালে ফেরত যাওয়া হলো না। গত ৭ মে মঙ্গলবার দিবাগত রাতে তাহাজ্জুতের নামাজ পড়তে উঠে নিজ বাসত বাড়িতে দুষ্কৃতিকারীর ছুরির আঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে ও খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম থানায় মামলা করেন।
তদন্ত বিষয়ে অভিযোগ তুলে স্থানীয়রা জানান, ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও মামলার তদন্তকারী কর্মকর্তা দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে না পরার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর তাহেরা বেগমের এ মামলাটি সুষ্ঠু ভাবে তদন্ত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করতে হবে এবং মালমাটি থানার পুলিশ থেকে পিআইবিতে স্থানান্তরের দাবি জানান তারা।
মানববন্ধনে খিলপাড়া বাজার ব্যবসায়ী সমিতি, স্থানীয় বিএনপি ,জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলামী বাংলাদেশ, খিলপাড়া সর্বস্তরের ছাত্র-জনতা ও খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব অংশ গ্রহণ করে।
এতে বক্তব্য রাখেন তাহেরার ছেলে তারেক বিন ইসলাম, চাটখিল উপজেলা জামায়তের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম কিরন, খালেদ বিন ইসলাম মিহির, শাহ পরান, ইসলামী আন্দোলন চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হেফাজতে ইসলামী মাওলানা ফরিদ উদ্দিন, ব্লাড ডোনেট ক্লাবে মেহেদী বকসী প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ