ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
হত্যা মামলায় মমতাজ চার দিন রিমান্ডে
Scroll
রমনা বটমূলে বোমা হামলা: দুই জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল
Scroll
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
Scroll
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার
Scroll
রংপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত
Scroll
জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে, অধ্যাদেশ জারি
Scroll
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সংগীতশিল্পী মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার
Scroll
নটর ডেমের দুই শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু, উদ্বিগ্ন অভিভাবক-শিক্ষকরা
Scroll
চোখের জরুরি চিকিৎসায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলছে
Scroll
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, ২০ শিশুসহ নিহত ২২
Scroll
আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
Scroll
আজ পর্দা উঠছে বহু কাঙ্ক্ষিত কান উৎসবের

এমপি আনার হত্যার এক বছর

মরদেহের খণ্ডাংশের আশায় পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশ: ১৭:১৯, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৭:২২, ১৩ মে ২০২৫

মরদেহের খণ্ডাংশের আশায় পরিবার

বাবা আনোয়ারুল আজীম আনারের সাথে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি: সংগৃহীত 

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার এক বছর আজ। এক বছরে এখনো মরদেহের খণ্ডাংশ পাইনি পরিবার। দ্রুত মরদেহের খণ্ডাংশ পাওয়া ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। 

গত বছরের ১২ মে ভারতের কলাকাতায় যান সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার। সেখানে তিনি কলকাতার বরাহনগর এলাকায় বন্ধুর বাড়িতে ছিলেন। এরপর ১৩ মে বন্ধুর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের ৯ দিন পর ২২ মে ভারতের নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বিউ-৫৬ নম্বর ফ্ল্যাট থেকে তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে কলকাতার পুলিশ। এরপর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত বছরের ২২ মে ঢাকার শের-ই-বাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন সাবেক এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এখন পর্যন্ত সাবেক এমপি আনার হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর মধ্যে ৭ জনকে বাংলাদেশে ও দুইজনকে ভারত ও নেপালে আটক করা হয়েছে। সাবেক এমপি আনার হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। কিন্তু এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড আনারের বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহীন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। 

সাবেক এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘২০২৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে ভারতে গিয়ে ডিএনএ দিয়েছি। মরদেহের খণ্ডাংশের সাথে তার ডিএনএ মিলেছে বলে ভারতের সিআইডি জানিয়েছেন। কিন্তু অফিশিয়ালভাবে কোনো কাগজ এখনো পাইনি। ভারতের সিআইডি কয়েকবার চিঠি দিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে কোনো সাড়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।’ 

তিনি বলেন, ‘হত্যার সাথে জড়িতরা ইতিমধ্যে জামিনের জন্য চেষ্টা করছে। এই মুহুর্তে যদি তাদের জামিন হয়ে যায় তাহলে মামলার তদন্ত কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে।’ 

তিনি আরও বলেন, ‘এই এক বছরে বাবার জানাযা ও দাফনের ব্যবস্থা করতে পারিনি। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না।’ 

তিনি দ্রুতই বাবার মরদেহের খণ্ডাংশ পেয়ে দাফনের ব্যবস্থা করতে চান বলে জানান এবং হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আনারের মৃত্যুর এক বছর পূর্তির দিনে কালীগঞ্জের বাড়িতে এতিমখানার শিশুদের দিয়ে কোরআন খতম ও মিলাদের ব্যবস্থা করা হয়েছে। 

তবে ঢাকার শের-ই-বাংলা নগর থানায় সাবেক এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের করা মামলার তদন্ত কর্মকর্তা বাহাউল্লাহ খানকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন