শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১, ২৬ জুন ২০২৫ | আপডেট: ১৪:১৯, ২৬ জুন ২০২৫
ছবি: সংগৃহীত
এর আগে, গত রবিবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ট্রাইব্যুনাল আগামী ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তার আগেই প্রসিকিউশন প্রতিবেদন হাতে পেয়েছে।
জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া প্রথম মামলা। এটি করা হয় ২ মার্চ।
আবু সাঈদের মৃত্যুর পর সেই সময় আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে, রূপ নেয় দাবানলে। একে একে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। তবে প্রথম শহীদের মামলা দায়ের করতে কেন এত সময় লাগলো- এমন প্রশ্নের জবাবে সে সময়ের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
প্রসঙ্গত, সরকার ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।
ঢাকা এক্সপ্রেস/আরইউ