ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

মুরাদনগরে ধর্ষণ

ভুক্তভোগী নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৮, ২৯ জুন ২০২৫

ভুক্তভোগী  নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (২৯ জুন) এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি, মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন আগামী ১৪ জুলাইয়ের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। শুনানিতে রিটের পক্ষে তিনি নিজেই উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এদিকে, ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় পুলিশ ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারী গত শুক্রবার (২৭ জুন) দুপুরে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মূল অভিযুক্ত ফজর আলীকে শনিবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিককে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। 

ঢাকা এক্সপ্রেস/এসএআর

আরও পড়ুন