শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৮, ২৯ জুন ২০২৫
ছবি: সংগৃহীত
রোববার (২৯ জুন) এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি, মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন আগামী ১৪ জুলাইয়ের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। শুনানিতে রিটের পক্ষে তিনি নিজেই উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
এদিকে, ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় পুলিশ ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারী গত শুক্রবার (২৭ জুন) দুপুরে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মূল অভিযুক্ত ফজর আলীকে শনিবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিককে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা।
ঢাকা এক্সপ্রেস/এসএআর