ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

বিয়ের স্বপ্নে বিভোর কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৭, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৩৩, ২১ এপ্রিল ২০২৫

বিয়ের স্বপ্নে বিভোর কেয়া পায়েল

কয়েক বছরের ক্যারিয়ারে টেলিভিশন অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল বেশ জনপ্রিয়তা পেয়েছেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক।

গেল ঈদে টেলিভিশনে প্রচার হয়েছে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘বান্টির বিয়ে’। এই নাটকের শুটিং সেটে খোশগল্পে মেতে উঠেছিলেন কেয়া পায়েল। সেই সময়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে কেয়াকে বলতে শোনা যায়, ‘অনেকেই বলে, আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি, লাইট মেকআপ এ, ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে।’ 

বয়স ও বয়সের ছাপ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার বয়স ১২ তেই ঠেকে আছে। এরপর আর বাড়ে নাই বোধহয়। মানে বয়স যতোই বাড়ুক, মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স এখনও ১২, ওই ছোটবেলার পায়েলই আছি।’

সবশেষ বিয়ে প্রসঙ্গে পায়েল বলেন, ‘ওই স্বপ্ন তো দেখাই হয়। বউ সাজব, আমার বিয়েতে নাচব, আমি কি কাঁদব নাকি কাঁদব না, নানান কিছু ভাবা হয় আসলে। এটা প্রতিটা মেয়ের জন্যই স্বপ্ন, এটি নিয়ে সবাই ভাবে- ওই জিনিসটাই হয় মাঝে মাঝে।’


ঢাকা  এক্সপ্রেস/ এমএইচ 

আরও পড়ুন