শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:১৬, ২৪ মে ২০২৫
বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় সকাল ১০টা ১৫ মিনিটে। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের পরিচালক কেলি রেইচহার্ডের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া চলচ্চিত্র ‘দ্য মাস্টারমাইন্ড’- এর প্রেস কনফারেন্স শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ চলে যায়।
স্ক্রিন ম্যাগাজিনের সূত্রে জানা গেছে, বিভ্রাটের কারণে একাধিক প্রেক্ষাগৃহে চলমান সিনেমাগুলোর প্রদর্শনী মাঝপথে বন্ধ হয়ে যায়।ক্রোয়াজেতের বিখ্যাত জে ডব্লিউ ম্যারিয়ট হোটেল, যা উৎসব চলাকালীন একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে ব্যবহৃত হয়, সেখানেও বিদ্যুৎ একাধিকবার আসা-যাওয়া করতে দেখা যায়। এতে ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ায় অনেক উৎসব-অতিথি সেখানে আশ্রয় নেন।
এক বিবৃতিতে কান চলচ্চিত্র উৎসবের একজন মুখপাত্র বলেন, “কান শহর ও আশপাশের এলাকাগুলো বর্তমানে একটি বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে। এ মুহূর্তে বিভ্রাটের নির্দিষ্ট কারণ চিহ্নিত হয়নি। তবে বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ চলছে।’
তবে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান ও প্রদর্শনী স্বাভাবিকভাবেই চলবে। তবে সিনাম প্রেক্ষাগৃহে প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা বিদ্যুৎ ফিরলেই পুনরায় শুরু হবে।
কানের ২০২৫ সালের উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (সেন্ট্রাল ইউরোপিয়ান সময় অনুযায়ী)।
এই অনুষ্ঠানে এবারের বিচারক প্যানেলের সভাপতি জনপ্রিয় ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশে এবং বিচারকদের মধ্যে উপস্থিত থাকবেন হ্যালি বেরি, জেরেমি স্ট্রং, পায়েল কাপাডিয়া, হং সাং-সু, আলবা রোহরওয়াখার, লেইলা স্লিমানি, দিয়েদো হামাদি, কার্লোস রেইগাদাস। তারা ঘোষণা করবেন পাম দ’অরসহ শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রীসহ বিভিন্ন প্রতিযোগিতা বিভাগের পুরস্কার।
বিদ্যুৎ বিভ্রাটের মত বড় ধরনের অবাঞ্ছিত ঘটনার মধ্যেও, উৎসব কর্তৃপক্ষ দৃঢ়ভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। আলাদা জেনারেটর চালু করে মূল ভেন্যুতে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার প্রস্তুতি এই আন্তর্জাতিক আয়োজনের পেশাদারিত্ব ও গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ