শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৫২, ৭ মে ২০২৫
কোনও দেশের মানুষ ইন্টারনেটে কোন জিনিস নিয়ে সবচেয়ে বেশি খোঁজখবর চালাচ্ছেন, তা জানতে ‘গুগ্ল ট্রেন্ডস’ ব্যবহার করা হয়। সেই ‘ট্রেন্ড’ ঘাঁটার পরেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, ‘অপারেশন সিঁদুর’-এর পর সিঁদুর কী, সেই শব্দের অর্থ এবং ইংরেজিতে তাকে কী বলে তা নিয়ে অনুসন্ধান শুরু করেছেন পাকিস্তানের জনগণ। পাশাপাশি, ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে খোঁজখবর চালাচ্ছেন তাঁরা। উইকিপিডিয়াতে এ নিয়ে কোনও তথ্য রয়েছে কি না তা জানতেও গুগ্ল হাতড়াচ্ছেন পাকিস্তানিরা।
‘গুগ্ল ট্রেন্ডস’-এর তথ্য অনুযায়ী, ইসলামাবাদ, পঞ্জাব এবং সিন্ধু প্রদেশের এলাকার মানুষ জন আবার বেশি করে খোঁজখবর চালাচ্ছেন ‘অপারেশন সিঁদুর’-এ কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা নিয়ে। পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে অনুসন্ধানের শীর্ষে ছিল ‘হোয়াইট ফ্ল্যাগ’ শব্দবন্ধটি। ‘হোয়াইট ফ্ল্যাগ’ বলতে বোঝায় যুদ্ধবিরতি, সেনার আত্মসমর্পণ অথবা সংঘাতের সময় যুদ্ধবিরতির অনুরোধের প্রতীক। ট্রেন্ড অনুযায়ী, ভারত ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছে কি না তা নিয়েও খোঁজ চালাচ্ছেন পাক জনগণের একাংশ।