শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১১, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৬:১৫, ১৩ মে ২০২৫
সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। ছবি: সংগৃহীত
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানির পরে তাঁর চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল সোমবার (১২ মে) রাতে মমতাজকে গ্রেপ্তার করে।
ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ