শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৫, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৪:১০, ১৩ মে ২০২৫
বিজিবির হাতে আটককৃতদরে কয়েকেজন। ছবি: ঢাকা এক্সপ্রেস
বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন শ্যামকুড়, খোশালপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা ও লড়াইঘাট বিওপির পৃথক অভিযানে ৫৯ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মধ্যে ২৬ জন শিশু ও ১৮ জন নারী রয়েছে। বাকি ১৫ জন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি। ঢাকা, নড়াইল, সুনামগঞ্জ, যশোর, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
এ ছাড়া, সামান্তা বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক প্রাপ্তবয়স্ক বাংলাদেশিদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
এ ছাড়া, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।
ঢাকা এক্সপ্রেস/এনএ