ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আবারও আন্দোলনে নামার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:২৩, ২৩ এপ্রিল ২০২৫

আবারও আন্দোলনে নামার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

আবারও আন্দোলনে নামার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে রূপরেখা প্রণয়ন কমিটি গঠিত হলেও তাতে আস্থা রাখতে পারছেন না পলিটেকনিক শিক্ষার্থীরা। ফলে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

কারিগরি ছাত্র আন্দোলনের (অস্থায়ী) সেল সম্পাদক মো. সাব্বির আহমেদ বলেন, “কমিটি গঠনের উদ্যোগ আগেও দেখা গেছে, কিন্তু বাস্তবায়নের জায়গায় আমরা বারবার হতাশ হয়েছি। এবারও আমরা আশ্বস্ত হতে পারছি না। তাই সর্বসম্মতিক্রমে আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন। সেখানে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিভাগ থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বাকি শিক্ষার্থীদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে তখনই তারা স্পষ্ট জানিয়ে দেন, দাবি বাস্তবায়নে সময়ক্ষেপণ হলে তারা আবারও রাজপথে ফিরবেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে, যা শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা তৈরির দায়িত্বে রয়েছে। এই কমিটিতে কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টা ও একজন সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন