শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩০, ৫ মে ২০২৫
ছবি: সংগৃহীত
সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা নিউটাউন গ্রামের মো. তকি তাহমিদের স্ত্রী। বাবার নাম আব্দুল কাইয়ুম। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি সবুজবাগ বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
সাদিয়ার ছোট ভাই তামজিদ নওশাদ বলেন, বোনের পাসপোর্ট করতে সবুজবাগ বাসাবো থেকে আফতাব নগরে আসি। পাসপোর্ট অফিসে কথা বলে বোনের সঙ্গে ব্যাটারিচালিত রিকশা করে যাচ্ছিলাম। পথে আফতাব নগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন সাদিয়া। পরে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ