শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:৫০, ১৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো থাকছেই, সঙ্গে আরো বেশকিছু সুযোগ–সুবিধাও পাবেন আনচেলত্তি।
১৪ মাসের জন্য দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসেবে মাসে প্রায় সাত লাখ ডলার (প্রায় ৮৪ লাখ টাকা) করে দেবে। তার বাৎসরিক বেতন হবে প্রায় ৮৮ লাখ ডলার (প্রায় ১০৬ কোটি টাকা)।
বেতনের পাশাপাশি আনচেলত্তির জন্য থাকছে পারফরম্যান্স বোনাসও। যদি ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তবে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ।
বেতন ও বোনাসের বাইরে আরো বেশকিছু সুবিধা আনচেলত্তিকে দেবে সিবিএফ। জানা গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনচেলত্তি চলে আসবেন রিও ডি জেনিরোয়। যেখানে তাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং এই অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
আনচেলত্তি রিওতে থাকলেও তার পরিবার ও বন্ধুরা সবাই থাকবেন ইউরোপে। এই দূরত্ব ঘোচানোর জন্য আনচেলত্তিকে আরো একটি বিশেষ সুবিধা দেওয়া হবে। সিবিএফের কাছ থেকে তিনি পাবেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধাও পাবেন। পাশাপাশি থাকবে জীবন বিমার সুবিধাও।
ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণের বিষয়ে আনচেলত্তি আগামী মঙ্গলবার (২০ মে) বিস্তারিত কথা বলবেন বলে জানা গেছে। মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচের আগে এই সাক্ষাৎকার দেবেন। এরপর আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব বুঝে নিতে ২৬ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর পেরু এবং ইকুয়েডর ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দলও ঘোষণা করবেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/আরইউ