ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

নতুন কোচ পেলো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:২৭, ১৩ মে ২০২৫

নতুন কোচ পেলো পাকিস্তান 

পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের নতুন কোচ নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ মাইক হেসন। তিনি বর্তমানে পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ। পিএসএল শেষ হওয়ার পর দিন ২৬ মে থেকে তার পিসিবিতে যোগ দেওয়ার কথা। 

গ্যারি কারস্টেনের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আকিব জাভেদ। হেসন মূলত জাভেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

জানা গেছে, জাভেদ পিসিবির হাইপারফরম্যান্স বিভাগের ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তাছাড়া পিসিবির নির্বাচক কমিটির ভোটদাতা হিসেবেও নিজের অবস্থান ধরে রাখছেন তিনি। হেসনের সম্ভাব্য প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। 

৫০ বছর বয়সী হেসন এর আগে ২০১২ সালে নিয়োগ পান নিউজিল্যান্ডের হেড কোচ হিসেবে। তার অধীনে ৬টি সাফল্যমণ্ডিত বছর কাটায় কিউই দল।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন