শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৭, ১৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
অনুষ্ঠানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শতাধিক অংশগ্রহণকারী এদিন তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। আয়োজনে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর এবং পাগলাকানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদা আক্তার ও গভর্নিং বডির সভাপতি মো. কামরুজ্জামান লিটন।
অংশগ্রহণকারীরা জানান, রক্তদান কেবল মানবসেবারই নয়, এটি সমাজ পরিবর্তনেরও একটি শক্তিশালী হাতিয়ার। নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সরবরাহ করা সম্ভব হয়, যা অসংখ্য প্রাণ বাঁচাতে সহায়তা করে। তারা মনে করেন, এ ধরনের আয়োজন সমাজ ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মসূচি শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা একটি করে জামগাছের চারা রোপণ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে