শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৯, ১৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:২৫, ১৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (১৯ আগস্ট) কুমিল্লা মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের খোঁজখবর নিতে যান কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, এলাকার সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর আব্দুল কাদের খন্দকার সোহাগ, সেক্রেটারি মো. নজরুল ইসলাম শিমুল, সহ-সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মেহেদী হাসান নাদিম, খন্দকার হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, রাজনীতি মানে মানুষের সেবা করা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার অঙ্গীকার। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই আমার রাজনৈতিক লক্ষ্য।
ঢাকা এক্সপ্রেস/ইউকে