শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৯, ১৯ আগস্ট ২০২৫
বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ। সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর শুধু ক্ষমতার জন্য সংগ্রাম করেনি, বরং একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াই করেছে, যাতে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায়।
তিনি সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারকে বলবো, আরো স্বচ্ছতা ও সাহসী পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। কিন্তু নির্বাচনকে ঘিরে কেউ কেউ সময়ক্ষেপণ বা ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে বানচাল করতে পারবে না।
আলোচনা সভার আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের স্লোগান ও মিছিল সমাবেশ স্থলকে মুখরিত করে তোলে। সভা শেষে প্রধান অতিথি নোয়াখালী পৌরপার্কে বনজ ও ফলদ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে