শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৩, ১৯ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের জানান, মোট ৬৫৮টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ১০৬টি ফরম ইতিমধ্যেই জমা পড়েছে। মঙ্গলবার শেষ দিনে ৯৩ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এর আগের আট দিনে ৫৬৫ জন ফরম নিয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। হিসাব অনুযায়ী, প্রতি একশ শিক্ষার্থীর মধ্যে ১.৭৮ জন ডাকসু নির্বাচনে প্রার্থী হতে চাইছেন।
মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, এবং পরের দিন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কোনো প্রার্থী দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে প্রার্থিতা বাতিল করার সুযোগ আছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে