ঢাকা, শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২,৩৮২ পদে সরাসরি নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:০৫, ৩ আগস্ট ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২,৩৮২ পদে সরাসরি নিয়োগ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্যপদ সংকট দূর করতে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ কার্যক্রম শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মোট ২,৩৮২টি পদে সরাসরি নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান গণমাধ্যমকে মন্ত্রণালয়ের পাঠানো চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা ৩১ হাজার ৩৯৬ জন। ফলে শূন্যপদ রয়েছে ৩৪ হাজার ১০৬টি।

এই শূন্যপদের মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। প্রথাগত নিয়ম অনুযায়ী, এদের ১০ শতাংশ সংরক্ষণের পর অবশিষ্ট ২,৩৮২টি পদে স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এসব পদে নিয়োগের জন্য খুব শিগগিরই পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এদিকে, দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকার কারণে আটকে থাকা আরো ৩১ হাজার ৪৫৯টি প্রধান শিক্ষক পদের বিষয়েও অগ্রগতি হয়েছে। মামলা নিষ্পত্তি হলেই সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এই নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের বড় ধরনের ঘাটতি পূরণ হবে। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতি আসবে, পাঠদান কার্যক্রম হবে আরো কার্যকর ও মানসম্পন্ন। সরকারের আশা, এ উদ্যোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন