শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৫, ২৯ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্র হলের বাইরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি নিরপেক্ষ স্থানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট হল অনুযায়ী শিক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলগুলোর তালিকা নিচে দেওয়া হলো-
কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র।
শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এখানেই ভোট দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দেবেন।
সেনেট ভবন কেন্দ্র (এলামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিতে পারবেন।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র এটি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি গ্রহণ করা হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে