শিরোনাম
চবি প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৩, ২১ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি আরো বলেন, হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিস্টের সহযোগীরা এখনো রয়ে গেছে। সম্মতি উৎপাদনকারী কালচারাল ফ্যাসিস্টরা এখনও রয়ে গেছে। নতুন মর্যাদাশীল ও শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র গড়তে চাইলে একটি জুলাই ঘোষণাপত্র প্রয়োজন, যা আগামীর বাংলাদেশ গড়ার মজবুত ভিত্তি হবে।
ড. মির্জা গালিব আরো বলেন, ফ্যাসিস্টরা এদেশের শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে। উন্নত দেশগুলোর ন্যায় শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া প্রয়োজন, অথচ বরাদ্দ দেওয়া হয়েছে এক থেকে দুই শতাংশ।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. ইউনুস ভবন (সমাজ বিজ্ঞান অনুষদ) মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ‘জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ: আমাদের ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মির্জা গালিব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জুলাইয়ের অন্যতম অগ্রনায়ক সাদিক কায়েম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আসিফ আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এসএম আমজাদ হোসাইন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি পারভেজ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের একাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
একটি ভারসাম্যপূর্ণ ক্যাম্পাস গঠনের দিকে ইঙ্গিত করে সংগঠনটির কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম বলেন, ‘আমাদের শহিদেরা এজন্য জীবন দিয়েছে যে, তারা কোনো বৈষম্য দেখতে চায় না। শিক্ষার্থীদের যে মতাদর্শ পছন্দ হবে সে সেটা গ্রহণ করবে আর যেটা পছন্দ হবে না সেটার সমালোচনা করবে। সেটা আমরা সাদরে গ্রহণ করব। এজন্য প্রয়োজন ক্যাম্পাসে ছাত্রসংসদভিত্তিক ছাত্র রাজনীতি নিশ্চিত করা। তিনি বলেন, মত প্রকাশ করার কারণে কেউ কারো প্রতি চড়াও হবে না, কেউ হকিস্টিক কিংবা স্ট্যাম্প নিয়ে আঘাত করতে যাবে না। নিয়মিত শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতারভিত্তিতে ক্যাম্পাসের হলগুলোতে থাকবে, ক্যাম্পাসের হলে কোনো আদু ভাইয়ের থাকার সুযোগ নেই।
আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে নতুন করে জাতিকে বিভক্তি করণের রাজনীতি, মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি, ট্যাগিংয়ের রাজনীতি আর চলবে না। এসব ডিভাইডেশনের চেষ্টা করে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, এর চেয়েও খারাপ পরিণতি হবে আগামীতে যারা পেশিশক্তি ও অগণতান্ত্রিক রাজনৈতিক অনুশীলন করতে চাইবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এসএম আমজাদ হোসাইন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তরুণদেরকেই উদ্যোগ নিতে হবে। এখন একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার সময় এসেছে। এজন্য আমাদেরকে অপসংস্কৃতি থেকে নিজের মেধাকে সুরক্ষিত রাখার নিমিত্তে গভীরভাবে সতর্ক থাকতে হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে