শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৫, ১৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মানববন্ধনে বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। কাকনের স্ত্রী আরফিন সুলতানা ছাড়াও সালমান রহমান পল্লব, জাহাঙ্গীর আলম রুবেল, মাসুদ কবীর, মনোয়ার হোসেন, সোয়েল আহম্মদ, আবুল হাসিম ও আব্দুর রহিম বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মামলায় ১২ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাত আসামি করা হয়েছে। এরই মধ্যে ময়মনসিংহ র্যাব-১৪ গত ১৬ আগস্ট বান্দরবান থেকে হুমায়ুন কবীর (২৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত কাকন পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের গৌরীপুর জংশন রেলস্টেশনে পয়েন্টসম্যান পদে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল পূর্বধলার জাওয়ানি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে কাকনের ছেলেদের সঙ্গে মামলার এক নম্বর আসামি আব্দুর রহিমের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ৬ আগস্ট রাতে রুবেল মিয়ার মৎস্য খামার থেকে মাছ ধরে ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে কাকনের ওপর অতর্কিত হামলা চালায় আসামিরা। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর গত ১২ আগস্ট পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এখনো মামলার অধিকাংশ আসামি পলাতক রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে