শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৮, ১৯ আগস্ট ২০২৫
ডুবন্ত বালুবাহী বাল্কহেড, ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বালুবোঝাই করে বাল্কহেডটি দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। ঘাট এলাকায় পৌঁছালে পদ্মার উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের ধাক্কায় হঠাৎ করেই বাল্কহেডটি ডুবতে শুরু করে। এ সময় শ্রমিকরা দ্রুত বালুর মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে মালিকের পাঠানো একটি ট্রলারের মাধ্যমে তাদের উদ্ধার করে নদীর তীরে আনা হয়।
স্থানীয়দের অভিযোগ, পদ্মায় চলাচলকারী অধিকাংশ বাল্কহেডেরই নিবন্ধন ও ফিটনেস নেই। অদক্ষ সুকানি দিয়ে এগুলো চালানো হয় এবং ধারণক্ষমতার দ্বিগুণ বালু বোঝাই করা হয়। প্রশাসনের কার্যকর তদারকি না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে তারা জানান।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, নদীতে চলাচলকারী অবৈধ ও ঝুঁকিপূর্ণ বাল্কহেডের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাই। তবে বর্তমানে পদ্মায় স্রোত অত্যন্ত তীব্র থাকায় স্পিডবোট নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তবুও ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই ঘটনায় নতুন করে বাল্কহেডের নিরাপত্তা ও প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে