শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৯, ১৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার দুপুরে যশোর শহরের লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে। এখন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত করতে হবে। জনগণ যাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন, তারাই রাষ্ট্র পরিচালনা করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে