শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৪, ১৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোসেব মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আ. মান্নান হাওলাদার, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদি, প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
বক্তারা বলেন, ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা চালুর মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি আরো স্বচ্ছ, নির্ভুল ও সময়োপযোগীভাবে সংরক্ষিত হবে। এটি বিদ্যালয়ে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রসারিত হলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারীরাও নতুন এক অভিজ্ঞতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করা হয় অনুষ্ঠানে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে