শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৬:২০, ১৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:২২, ১৯ আগস্ট ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরো বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, আমরা নির্বাচনে যেতে চাই। তবে নির্বাচন অবশ্যই সঠিক সময়ে এবং সুষ্ঠু পরিবেশে হতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
ঢাকা এক্সপ্রেস/ইউকে